• ঢাকা মঙ্গলবার
    ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তুর্কি বাহিনীর হাতে আই এস প্রধান নিহত

প্রকাশিত: মে ১, ২০২৩, ০৫:৫৪ পিএম

তুর্কি বাহিনীর হাতে আই এস প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন প্রধান আবু হুসেইন আল-কুরাইশি নিহত হয়েছেন বলে দাবি করেছে তুরস্ক। সোমবার (১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইসলামিক স্টেটের সন্দেহভাজন নেতাকে তুর্কি বাহিনী হত্যা করেছে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নিহত সন্দেহভাজন ওই আইএস প্রধানের নাম আবু হুসেইন আল-কুরাইশি। পূর্বসূরি নিহত হওয়ার পর গত বছর তিনি ওই জঙ্গিগোষ্ঠীর দায়িত্ব নিয়েছিলেন।

তুরস্কের টেলিভিশন চ্যানেল টিআরটি তুর্ককে এরদোয়ান বলেন, তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি দীর্ঘদিন ধরে কুরাইশির গতিবিধির ওপর নজর রাখছিল। স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) রাতে এমআইটির এক অভিযানে আইএস নেতা নিহত হয়।

তিনি বলেন, ‘কোনো ভেদাভেদ ছাড়াই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।’

অবশ্য আইএস এখন পর্যন্ত তুরস্কের এ অভিযান সম্পর্কে কোনো মন্তব্য করেনি। এ ছাড়া বিবিসিও নিরপেক্ষভাবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তব্যের সত্যতা যাচাই করতে পারেনি।

এর আগে গত বছরের নভেম্বরে ইসলামিক স্টেট তাদের নেতা আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরাইশির মৃত্যুর ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র সে সময় জানায়, তিনি ২০২২ সালের অক্টোবরের মাঝামাঝি দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির অভিযানে নিহত হন।

 

বিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ