• ঢাকা বুধবার
    ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে মাইন বিস্ফোরণে ৯ বছরের শিশু নিহত

প্রকাশিত: মে ২৩, ২০২৩, ০৭:৪৫ পিএম

আফগানিস্তানে মাইন বিস্ফোরণে ৯ বছরের শিশু নিহত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে মাইন বিস্ফোরণে ৯ বছরের শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। আফগানিস্তানের পূর্ব গাজনি প্রদেশের দিয়াক জেলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

সোমবার (২২ মে) খামা প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, এর আগে রোববার (২১ মে) দুজন ৯ ও ১২ বছর বয়সি শিশু বিস্ফোরক যন্ত্রটি আবিষ্কার করে। এরপর তারা সেটিকে বাসায় নিয়ে যায়। বিস্ফোরক মাইনটি যুদ্ধের সময়ের বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে আঞ্চলিক কর্মকর্তা বলেন, হঠাৎ করেই বিস্ফোরক মাইনটি ব্লাস্ট হয়ে যায়। এতে একজন শিশু মারা যায় এবং অন্য আরেকজন গুরুতর আহত হয়েছে।

আফগানিস্তানে এসব ঘটনা এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। এর আগে দেশটির নানগারহার প্রদেশে মাইন বিস্ফোরণে দুই বোন মারা যায়। এ ছাড়া গত ৯ মে কান্দাহারের দক্ষিণ প্রদেশে বিস্ফোরণে একই পরিবারের তিন ‍শিশু মারা যায়।

খামা প্রেসের প্রতিবেদনে জানা যায়, শিশুরা যখন খেলছিল তখন মাইন বিস্ফোরিত হয়ে তারা মারা যায়।

দেশটির বিভিন্ন স্থানে যুদ্ধের সময়ের সক্রিয় বোমা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এসব বোমা বিস্ফোরিত হয়ে দেশটির নাগরিকরা হতাহত হচ্ছেন।

 

জেকেএস/

আর্কাইভ