• ঢাকা মঙ্গলবার
    ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পুতিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

প্রকাশিত: মে ২৭, ২০২৩, ০৬:০৯ পিএম

পুতিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেন্ট পিটার্সবার্গ সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার (২৬ মে) পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী ১৪ থেকে ১৭ জুন সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলন হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনে অংশ নিতে লুলাকে আমন্ত্রণ জানান পুতিন।

সেন্ট পিটার্সবার্গে যাওয়ার আমন্ত্রণের জন্যে লুলা টুইটারে পুতিনকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘এ মুহূর্তে আমার পক্ষে রাশিয়া সফর সম্ভব নয়।’

তবে শান্তির জন্যে সংঘাত নিয়ে কথা বলতে চীন, ইন্দোনেশিয়া ও ভারতের পাশাপাশি ব্রাজিলের থাকার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলছে।

এ প্রসঙ্গে লুলা বলেন, দুইজনই নিশ্চিত যে তারা যুদ্ধে জিততে যাচ্ছেন। গত বছর লুলা জানিয়েছিলেন, পুতিনের সঙ্গে জেলেনস্কিও যুদ্ধের জন্য দায়ী। তবে এই মন্তব্যের জন্য তিনি তীব্র সমালোচিত হন।

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ