প্রকাশিত: জুন ৪, ২০২৩, ০৮:১৮ পিএম
মিশরের সীমান্তবর্তী এলাকায় বন্দুকধারীর গুলিতে তিনজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ জুন) স্থানীয় সময় সকালে ইসরাইল-মিশর সীমান্তের ৪০ কিলোমিটার দক্ষিণে নিতজানা এবং আল আওজা ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। পরবর্তীতে দ্বিতীয় দফা অভিযান চালানোর সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় হামলাকারী।
একইসঙ্গে সার্চ অপারেশন চালানোর সময় গুলিতে আরেক সেনা নিহত হন বলেও জানায় ইসরাইলি বাহিনী।
এডিএস/