• ঢাকা শুক্রবার
    ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

দুর্নীতির মামলায় সাজা পেয়ে গ্রেপ্তার ইমরান খান

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ১১:১২ পিএম

দুর্নীতির মামলায় সাজা পেয়ে গ্রেপ্তার ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়ার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান  ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত ইমরানকে এ দণ্ড দেন। এরপরই তাকে তার লাহোরের বাসভবন জামান পার্ক থেকে পাঞ্জাব পুলিশের একটি দল গ্রেপ্তার করে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।

এক এক্স (সাবেক টুইটার) বার্তায় তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পিটিআই। ইমরান খানকে কোট লোকপট জেলে নিয়ে যাওয়া হচ্ছে বলে বার্তায় জানিয়েছে পিটিআই।

দুর্নীতির মামলায় পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

এর আগে, দণ্ড ঘোষণার পর তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত। এছাড়া তাকে এক লাখ পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে।

রাষ্ট্রীয় তোশাখানার মালামাল অবৈধভাবে আত্মসাৎ ও তথ্য গোপন করার অভিযোগে ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করে দেশটির নির্বাচন কমিশন।

মামলার রায় দেওয়ার সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসআই) হুমায়ুন দিলাওয়ার জানান, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলার অভিযোগ প্রমাণিত হয়েছে।

বিচারক বলেন, “ইমরান খান নির্বাচন কমিশনে ইচ্ছাকৃতভাবে ভুয়া কাগজপত্র জমা দিয়েছেন। দুর্নীতির চর্চায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।”

বিচারক নির্বাচন আইনের ১৭৪ ধারায় পিটিআইয়ের প্রধানের বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ডের রায় দেন।

শনিবার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা বাহিনীর অসংখ্য সদস্যকে মোতায়েন করা হয়। এছাড়া আদালতের ভেতর শুধুমাত্র আইনজীবী ছাড়া আরও কাউকে ঢুকতে দেওয়া হয়নি। যদিও এই রায় ঘোষণার সময় ইমরান খান ও তার আইনজীবী কেউই উপস্থিত ছিলেন না।
 

আরও খবর

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ