• ঢাকা শুক্রবার
    ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
জি-২০ সম্মেলন

সোনা-রুপার কারুকার্যের বাসনে খেতে দেয়া হবে অতিথিদের

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৪:২৯ এএম

সোনা-রুপার কারুকার্যের বাসনে খেতে দেয়া হবে অতিথিদের

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

জি-২০ সম্মেলনে আগত অতিথিদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখতে নারাজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রঙিন আলোয় সেজে উঠেছে ভারত মণ্ডপমসহ গোটা প্রগতি ময়দান। অতিথিদের খাবার পরিবেশনের ব্যবস্থাও চোখধাঁধানো।

শনিবার (৯ সেপ্টেম্বর) থেকে নয়াদিল্লির প্রগতি ময়দানের ‍‍`ভারত মণ্ডপম‍‍`-এ বসেছে জি-২০ সামিট।

জি-২০ সামিটে আগত ভিভিআইপি অতিথিদের আপ্যায়নে বিশেষ ব্যবস্থা করেছে নরেন্দ্র মোদি সরকার। অতিথিদের সোনা ও রুপার বাসনে খাবার খেতে দেয়া হবে।

এসব বাসন তৈরি করা হয়েছে রাজস্থানের জয়পুরের রুপার সামগ্রী তৈরির কারখানায়। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেই আইরিশ জয়পুরের কারুকাজ সম্বলিত পাত্রে খেতে দেয়া হবে ভিভিআইপি অতিথিদের।

জি-২০ সামিটের অতিথিদের জন্য থালা-বাটি থেকে পানীয়ের পাত্রও আইরিশ জয়পুরের কারুকাজ সম্বলিত রুপার ওপর সোনার প্লেট বসানো।

জি-২০ ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানসহ সমস্ত অতিথিদের আপ্যায়নে যাতে কোনো ত্রুটি না হয়, সে ব্যাপারে তৎপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ