• ঢাকা মঙ্গলবার
    ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

কোনো দলের সঙ্গে জোট করবে না পিটিআই

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০৫:৪০ পিএম

কোনো দলের সঙ্গে জোট করবে না পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে। তার দলের সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হয়ে লড়ছেন নির্বাচনে। ইতোমধ্যে বেশ কয়েকটি আসনে জয়ী হয়েছেন ইমরানপন্থী নেতারা। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সঙ্গে জোট গঠন করবে না তারা। খবর জিও নিউজের

পিটিআই নেতা ব্যারিস্টার গহর জিও নিউজকে বলেন, আমরা পিপিপি বা পিএমএল-এনের সঙ্গে যোগাযোগ করছি না।

তিনি দাবি করেন, পিটিআই জাতীয় পরিষদের ১৫০টি আসনে জয়লাভ করার পথে রয়েছে এবং কেন্দ্রে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক (১৩৪) আসন অর্জন করতে পারবে।

জিও নিউজের অনানুষ্ঠানিক ফলাফলে বলা হচ্ছে, মোট ১৬৫ আসনের মধ্যে ৭৮ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, পিএমএল-এন পেয়েছে ৪৮টি আসনে এবং পিপিপি জয় পেয়েছে ৩৭টি আসনে।

প্রসঙ্গত, পাকিস্তানের জাতীয় পরিষদে মোট আসন ৩৩৬টি। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। আর ৭০টি আসন সংরক্ষিত। এর মধ্যে ৬০টি আসন নারীদের ও ১০টি আসন অমুসলিম প্রার্থীদের জন্য সংরক্ষিত।

সরকার গঠন করতে কোনও দল বা জোটকে কমপক্ষে ১৩৪টি আসনে জয় নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ