• ঢাকা সোমবার
    ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে নতুন সরকার দুই বছরও টিকবে না: বিএনপি-এম

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৭:৫৮ পিএম

পাকিস্তানে নতুন সরকার দুই বছরও টিকবে না: বিএনপি-এম

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের রাজনৈতিক দল বেলুচিস্তান ন্যাশনাল পাটি-মেনগালের (বিএনপি-এম) সভাপতি সরদার আখতার মেনগাল বলেছেন, এবারের জাতীয় পরিষদ নির্বাচনে জনগণ কোনো দলকে সংখ্যাগরিষ্ঠতা না দেওয়ায় দেড় বছরের মধ্যে নতুন সরকারের পতন হবে। খবর ডনের

বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় মেনগাল বলেন, দুই থেকে তিনটি দলের সমন্বয়ে গঠিত নতুন সরকার দুই বছরও টিকবে না।

তিনি বলেন, জোট সরকারের অতীত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলা যায়, জোটের শরিকরা অতীতের মতো একে অপরকে ব্ল্যাকমেইল করবে।

মেনগাল বলেন, সরকার গঠনের বিষয়ে তিনি ও তার দলের সঙ্গে কারও যোগাযোগ করা হয়নি। তবে অতীত অভিজ্ঞতা মাথায় রেখে দল এ বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

এদিকে পাকিস্তানের জোট গঠনে পিপিপি ও পিএমএল-এন একমত হলেও, জাতীয় পরিষদের স্পিকার ও সিনেটের চেয়ারম্যান পদ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কোন দল কোন পদ নেবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

সূত্রের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পরিষদের স্পিকারের পদ চায় পিপিপি। দলটি থেকে এই পদে আসীন হবেন ইউসুফ রাজা গিলানি। তিনি পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারির ঘনিষ্ঠ।

অন্যদিকে পিএমএল-এন পাবে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকারের পদ। দলটির পক্ষ থেকে এই পদে বসতে পারেন সরদার মোহাম্মদ ইউসুফ।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ