 
              প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৬:১৬ পিএম
 
                 
                            
              চীন বিশ্বে প্রথমবারের মতো চালু করেছে একটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক হাসপাতাল। যেখানে কাজ করছে ১৪ জন এআই চিকিৎসক। এটি স্বাস্থ্যসেবার খাতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইরানী বার্তা সংস্থা মেহের জানিয়েছে, গত ৩ মে এমন উদ্যোগের ঘোষণা দেওয়া হয় একটি টুইটের মাধ্যমে। যা প্রযুক্তি ও স্বাস্থ্য খাত ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট ক্রিপ্টো টোকেন বাজারে ব্যাপক সাড়া ফেলেছে।
টেকক্রাঞ্চ-সহ প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যম একই দিন স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ খবর নিশ্চিত করে।
সংবাদমাধ্যম জানায়, এআই হাসপাতাল চালুর মাধ্যমে চীন কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণের দিক থেকে এক বিশাল অগ্রগতি ঘটিয়েছে। এই পদক্ষেপ ভবিষ্যতে ব্লকচেইন ও ক্রিপ্টো ইকোসিস্টেমেও ব্যাপক প্রভাব ফেলতে পারে—বিশেষ করে যেসব প্রকল্প এআই উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত।
এদিকে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চালুকৃত এই হাসপাতালে কাজ করছেন ১৪ জন এআই চিকিৎসক। এই এআই চিকিৎসকরা রোগ নির্ণয়, তথ্য বিশ্লেষণ এবং চিকিৎসা পরিকল্পনায় সহায়তা করবেন বলেও জানা গেছে। যা স্বাস্থ্যসেবাকে দ্রুততর, আরও নির্ভুল এবং খরচ সাশ্রয়ী করে তুলতে পারে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      