• ঢাকা বৃহস্পতিবার
    ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২
ভারত-শাসিত কাশ্মীর

পাকিস্তানের গুলিতে ১৬ জন বেসামরিক নাগরিক নিহতের তথ্য জানিয়েছে ভারত

প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৫:৩৯ পিএম

পাকিস্তানের গুলিতে ১৬ জন বেসামরিক নাগরিক নিহতের তথ্য জানিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার সকাল থেকে পাকিস্তানের গুলিতে তিনজন নারী ও পাঁচ শিশুসহ ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত।

এর আগে, বুধবার রাতে নিহতের সংখ্যা ১৫ জন বলে জানানো হয়েছিল।

এর আগে দেয়া একটি বিবৃতিতে ভারত জানিয়েছে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা জুড়ে "বিনা উসকানিতে গুলিবর্ষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে"। এই রেখা ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে বিভক্তকারী সীমান্ত।

এই বিবৃতিতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, উরি, পুঞ্চ, মেন্ধার এবং রাজৌরি সেক্টরে মর্টার এবং শক্তিশালী কামানের গোলা নিক্ষেপ করেছে ইসলামাবাদ। ভারতীয় সেনাবাহিনী এই মর্টার এবং কামান হামলা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ