
প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৯:০৯ পিএম
ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে রাজস্থানের সীমান্তবর্তী জেলায় হাই অ্যালার্ট ঘোষণা করা হয়েছে বলে জানাচ্ছেন বিবিসির সংবাদদাতা মোহর সিং মীণা।
বৃহস্পতিবার অনেক রাত পর্যন্ত গোলাগুলি চলার পরে বাঢ়মের ও জয়সলমীর জেলায় বিকেল পাঁচটার মধ্যে সব দোকানপাট বন্ধ করে দিতে বলেছে প্রশাসন।
ওই দুই জেলায় শুক্রবার সন্ধ্যা ছটা থেকে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে পরবর্তী ১২ ঘন্টার জন্য। সাধারণ মানুষকে বাড়িতে থাকতে বলা হয়েছে।
বিকানের, শ্রীগঙ্গানগর আর ফালৌদি জেলায় সন্ধ্যা সাতটা থেকে শনিবার ভোর ছটা পর্যন্ত ব্ল্যাক আউট করা হয়েছে।
বাঢ়মের জেলায় রাতে কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। ওই জেলার সামরিক ঘাঁটির পাঁচ কিলোমিটারের মধ্যে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
জয়সলমীর জেলায় সব ধরনের সামাজিক অনুষ্ঠান, মিছিল, ধর্মীয় শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
উত্তর পশ্চিম রেলওয়ের মুখ্য জনসম্পর্ক অফিসার বলেছেন বাঢ়মের ও জয়সলমীর যাওয়ার সব ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে।
যোধপুরে শুক্রবার রাত বারোটা থেকে শনিবার ভোর চারটে পর্যন্ত ব্ল্যাক আউট করা হবে।
মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা জানিয়েছেন, সীমান্তবর্তী জেলাগুলিতে অতিরিক্ত অ্যাম্বুলেন্স, অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি ও ব্লাড ব্যাঙ্ক পরিষেবা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।