প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৯:৩৪ এএম
১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে অপেক্ষারত সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, "আমরা যতদূর জানি, কিছুক্ষণের মধ্যে এই প্লেনটি ভারতের আকাশসীমা হয়ে সিলেটে অবতরণ করবেন। বিমান কর্তৃপক্ষ চেষ্টা করছেন তাদের ফ্লাইট অন টাইম রাখার জন্য।
ডা. পাভেল বলেন, "জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে ইতোমধ্যে জনগণের মহাসমুদ্রে পরিণত হয়েছে। ক্রমাগত দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসছেন, আমরা আশা করছি ও এক্সপ্রেসওয়ে পূর্ণ হয়ে যাবে।"
এয়ারপোর্টে স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি এভারকেয়ারে মা বেগম খালেদা জিয়াকে দেখতে রওনা হবেন বলে জানান ডা. পাভেল।
পথে এক সংক্ষিপ্ত সমাবেশ অংশ নিতে তিনি জুলাই এক্সপ্রেসওয়েতে থামবেন।