• ঢাকা বুধবার
    ১৭ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২

পার্লামেন্টের সামনে থেকে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৮:৫৪ এএম

পার্লামেন্টের সামনে থেকে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচনী কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বিরোধীদলীয় সংসদ সদস্যদের আটক করেছে পুলিশ। 

সোমবার (১১ আগস্ট) সকালে পার্লামেন্ট ভবনের সামনে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়েছে। 

তবে আটক করে নিয়ে যাওয়ার সময় বিরোধীদলীয় নেতারাহুল গান্ধী বলেন, এই লড়াই রাজনৈতিক নয়। এই লড়াই সংবিধান বাঁচানোর। এই লড়াই এক মানুষ, এক ভোটের জন্য। আমরা একটি পরিষ্কার, বিশুদ্ধ ভোটার তালিকা চাই। সরকার নির্বাচনী কমিশনকে প্রভাবিত করছে এবং তাদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করা হচ্ছে।
 

আর্কাইভ