প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৬:২৪ পিএম
ইউক্রেনের সাথে যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করতে চায় রাশিয়া। তবে এই শান্তি প্রক্রিয়া বর্তমানে কিছুটা স্থবির হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
সোমবার (১০ নভেম্বর) এমনটাই দাবি করেন তিনি।
দিমিত্রি পেসকভ বলেন, রাজনৈতিক ও কূটনেতিক উপায়ে চলমান সংকট সমাধানে আগ্রহী রাশিয়া। তবে বর্তমানের যুদ্ধ পরিস্থিতির জন্য তিনি ইউক্রেন ও পশ্চিমা মিত্রদের দায়ী করেন। ইউরোপীয়রা তাদের স্বার্থ হাসিলের জন্যই ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যেতে বাধ্য করছে বলে অভিযোগ করেন পেসকভ।
এর আগে, দুই দেশের প্রেসিডেন্টকে একসাথে বৈঠকে বসাতে উদ্যোগ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ধরণের আলোচনা শুধু মস্কোতেই হবে বলে শর্ত দেয় ক্রেমলিন। আর এই শর্ত প্রত্যাখ্যান করেন জেলেনস্কি।