• ঢাকা রবিবার
    ০৪ জানুয়ারি, ২০২৬, ২১ পৌষ ১৪৩২

আকাশে যুদ্ধবিমান, রাস্তায় সাঁজোয়া যান: কারাকাসে বিভীষিকাময় ভোর

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:০৪ পিএম

আকাশে যুদ্ধবিমান, রাস্তায় সাঁজোয়া যান: কারাকাসে বিভীষিকাময় ভোর

আন্তর্জাতিক ডেস্ক

বিস্ফোরণ আর বিমানের গর্জনের পর গত দুই ঘণ্টা ধরে শহরটি অদ্ভুতভাবে শান্ত হয়ে আছে। মেরি মেনা বলেন, ‘শহরটি এখন নিথর, গত দুই ঘণ্টা ধরে কোনো সাড়াশব্দ নেই। রাস্তায় কোনো মানুষ নেই, সবাই ভয়ে ঘরের ভেতরে রুদ্ধদ্বার অবস্থায় প্রহর গুনছে। পরবর্তী কী ঘটতে যাচ্ছে, সেই আতঙ্ক গ্রাস করেছে সবাইকে।‘

ভোররাত ২টা। হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। ঘুমন্ত শহরটি মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। এরপর থেকে এক ভয়াবহ অনিশ্চয়তা আর আতঙ্কের চাদরে ঢাকা পড়েছে পুরো দেশ। মার্কিন হামলার পর দুই ঘণ্টা ধরে এক ভৌতিক নিস্তব্ধতা বিরাজ করছে কারাকাসজুড়ে, যাকে সিএনএন-এর সাংবাদিকরা বর্ণনা করেছেন ‘ঝড়ের আগের থমথমে পরিস্থিতি’ হিসেবে।

কারাকাস থেকে সিএনএন-এর সংবাদকর্মী মেরি মেনা জানান, স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে পুরো শহরজুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর থেকেই ভেনিজুয়েলার আকাশের দখল নেয় অসংখ্য যুদ্ধবিমান ও হেলিকপ্টার। তাদের কানফাটানো গর্জনে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মনে।

বিস্ফোরণ আর বিমানের গর্জনের পর গত দুই ঘণ্টা ধরে শহরটি অদ্ভুতভাবে শান্ত হয়ে আছে। মেরি মেনা বলেন, ‘শহরটি এখন নিথর, গত দুই ঘণ্টা ধরে কোনো সাড়াশব্দ নেই। রাস্তায় কোনো মানুষ নেই, সবাই ভয়ে ঘরের ভেতরে রুদ্ধদ্বার অবস্থায় প্রহর গুনছে। পরবর্তী কী ঘটতে যাচ্ছে, সেই আতঙ্ক গ্রাস করেছে সবাইকে।‘

মার্কিন হামলার পর মাদুরো সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ দেশজুড়ে ‘বিশাল সামরিক মোতায়েনের’ নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে বারবার নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলা হচ্ছে যে, পুরো দেশের নিয়ন্ত্রণ নিচ্ছে সেনাবাহিনী।

রাজধানীর সাধারণ নাগরিকরা ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না। রাস্তার নিস্তব্ধতা আর সামরিক বাহিনীর গতিবিধি তাদের মনে বড় কোনো বিপর্যয়ের শঙ্কা তৈরি করেছে। টেলিভিশনের পর্দায় সেনাবাহিনীর টহল আর আকাশের গুমগুম শব্দে এক নারকীয় পরিবেশ তৈরি হয়েছে কারাকাসে।

 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ