প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:৪৬ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের প্রতিটি প্রান্তে এখনও ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ রয়ে গেছে। এই আধিপত্যবাদ উৎখাতের মধ্য দিয়ে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করবো।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির আয়োজিত `আগ্রাসন বিরোধী` শীর্ষক কর্মসূচিতে এই কথা বলেন তিনি।
তিনি বলেন, পাকিস্তানি বাহিনী লক্ষাধিক মানুষকে হত্যা করেছে। মা-বোনদের সম্ভ্রম নষ্ট করেছে। একাত্তরের সেই দৃশ্যমান শক্তিকে বিতাড়িত করতে পেরেছি। কিন্তু ভারতীয় আগ্রাসন এখনও পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তে রয়ে গেছে। চব্বিশ থেকে অদৃশ্য শক্তিকে পরাজিত করা শুরু করেছি। এই লড়াই অব্যাহত থাকবে। সেই পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের স্বাধীনতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন তিনি।