• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোন জিনিস আলোতে শুয়ে থাকে আর অন্ধকার হলেই দাঁড়িয়ে যায়?

প্রকাশিত: মে ২৩, ২০২৩, ০৩:৩২ এএম

কোন জিনিস আলোতে শুয়ে থাকে আর অন্ধকার হলেই দাঁড়িয়ে যায়?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

বিভিন্ন চাকরির ইন্টারভিউতে পরীক্ষার্থীদের সাধারণ জ্ঞানের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। তবে সবসময় যে এই সমস্ত বিষয়ের উপরই তাঁদের প্রশ্ন করা হয়, তা নয়। ইন্টারভিউ যাঁরা নেন, তাঁরা আশপাশের জিনিস বা ঘটনা সম্পর্কেও প্রশ্ন করে থাকেন। যে প্রশ্নগুলো বেশ অদ্ভূত। কিন্তু একটু ভেবে উত্তর দিলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব। এখানে এমনই কিছু প্রশ্ন ও তার উত্তর দেওয়া হল।

১) প্রশ্নঃ ভারতের প্রাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রসারে অগ্রণী ভূমিকা কে পালন করেছিলেন?
উত্তরঃ রাজা রামমোহন রায়।

২) প্রশ্নঃ ভারতের কোন শহরে প্রথম হাইকোর্ট স্থাপিত হয়েছিল?
উত্তরঃ কলকাতা।

৩) প্রশ্নঃ ভারতীয় সংবিধান অনুসারে সমস্ত রাজনৈতিক ক্ষমতার উৎস কে বা কারা?
উত্তরঃ জনসাধারণ।

৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে ‘মণির দেশ’ ও ‘ক্ষুদ্র স্বর্গ’ বলা হয়?
উত্তরঃ মনিপুর।

৫) প্রশ্নঃ ভারতের সর্বাধিক বনাঞ্চল বিশিষ্ট রাজ্যের নাম কী?
উত্তরঃ মধ্যপ্রদেশ।

৬) প্রশ্নঃ পৃথিবী তথা ভারতের দীর্ঘতম সমুদ্র পথ কোনটি?
উত্তরঃ মেরিনা বীচ, চেন্নাই (১৩ কিলোমিটার)।

৭) প্রশ্নঃ ব্যাডমিন্টনে প্রথম ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন হলেন কে?
উত্তরঃ প্রকাশ পাড়ুকোন (দীপিকা পাড়ুকোন এর বাবা)

৮) প্রশ্নঃ ভারতের মধ্যে কোন পর্বত তার রঙের জন্য নামকরণ করা হয়েছে?
উত্তরঃ নীলগিরি।

৯) প্রশ্নঃ বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ ১৯৯২ সালে।

১০) প্রশ্নঃ কোন ভারতীয় মহিলা সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন?
উত্তরঃ শীলা দীক্ষিত, ১৯৯৮ থেকে ২০১৩ সাল অর্থাৎ টানা ১৫ বছর দিল্লির মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন।

১১) প্রশ্নঃ ভারতের সর্বাধিক কোন উপজাতির মানুষ বসবাস করেন?
উত্তরঃ কোল উপজাতি।

১২) প্রশ্নঃ ভারতবর্ষে পুলিশ বাহিনী কে গঠন করেছিলেন?
উত্তরঃ লর্ড কর্নওয়ালিশ (১৭৯১ সাল)।

১৩) প্রশ্নঃ ডিম্বানু ও শুক্রাণুর মিলনে যে ভ্রুনের উদ্ভব হয় তার নাম কী?
উত্তরঃ জাইগোট।

১৪) প্রশ্নঃ অডিফোন কী?
উত্তরঃ যারা কানে কম শোনেন তারা কানে অডিফোন লাগিয়ে শুনতে পান।

১৫) প্রশ্নঃ কে আলোতে শুয়ে থাকে আর অন্ধকার হলেই দাঁড়িয়ে যায়?
উত্তরঃ মোমবাতি (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।

 

জেকেএস/

আর্কাইভ