• ঢাকা মঙ্গলবার
    ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

গ্যারেজে ঢোকার সময় মোটরসাইকেল আরোহীকে গুলি

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ১০:৪৬ পিএম

গ্যারেজে ঢোকার সময় মোটরসাইকেল আরোহীকে গুলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার শেওড়াপাড়ায় এক মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে গুলি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম সজীব হোসেন লিংকন (২৭)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘পেছন থেকে অন্য এক মোটরসাইকেল আরোহী লিংকনকে গুলি করে। তার পিঠে ও পায়ে গুলির চিহ্ন রয়েছে।’ এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

লিংকনের বাবা জিয়াউল হক জানান, তার ছেলে জমি কেনাবেচার কাজে মধ্যস্থতা করতেন। ওই সংক্রান্ত কোনো বিরোধ থেকেই লিংকনকে হত্যার চেষ্টা হয়েছে বলে তিনি ধারণা করছেন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরে গ্যারেজে ঢোকার সময় তাকে গুলি করা হয়।

 

অর্ণব/এম. জামান

 

 

আর্কাইভ