প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৫:২২ পিএম
বাংলাদেশ সফরে এসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা।
শনিবার (২৫ অক্টোবর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য-বিনিয়োগের প্রসার, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা রক্ষায় পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেনারেল মির্জা বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে। দুই দেশ যদি যৌথভাবে কাজ করে, তাহলে দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও গতিশীল হবে।’
তিনি আরও জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে দ্বিমুখী নৌপথ ইতোমধ্যে চালু হয়েছে এবং শিগগিরই ঢাকা-করাচি আকাশপথ পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে।

দুই পক্ষই মধ্যপ্রাচ্য ও ইউরোপের চলমান উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার কারণে বৈশ্বিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তারা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ‘ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য এখন বিশ্বজুড়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমকে বিশৃঙ্খলা সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই হুমকি মোকাবিলায় বৈশ্বিকভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তা এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।