
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ১১:২১ পিএম
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। পাশাপাশি বিশেষ আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
তিনি বলেন, বিশেষ আদেশ এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদ বৈধতা পাবে। এই সনদ বাস্তবায়ন না হলে সবকিছু পণ্ডশ্রম হবে। আইনে ব্যত্যয় না হলে বিশেষ সাংবিধানিক আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা। তবে রাষ্ট্রপতি বিশেষ আদেশ দিতে পারেন না। এ সময় অধ্যাদেশ দিয়ে সাংবিধানিক পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আর নির্বাচনের দিন গণভোট হলে আইনগত জটিলতা তৈরি হবে৷ কিছু টাকা অতিরিক্ত খরচ হলেও দেশের কল্যাণে গণভোট আগে করা ছাড়া উপায় নেই৷ জনগণের চাপে বিএনপি গণভোটে রাজি হলেও দলটি একটা প্যাঁচ লাগিয়ে রেখেছে বলে মন্তব্য করেন তিনি।
প্রশাসনের রদবদল প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, পুলিশ-প্রশাসনের মধ্যে ৭০ শতাংশ লোক একটি নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করে৷ তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়৷ ফলে আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে প্রশাসনে রদবদল করতে হবে৷ তবে এক্ষেত্রে লটারির মাধ্যমে নিয়োগ দেয়ার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টা।
জামায়াতের কর্মসূচিতে হামলার কথা উল্লেখ করে সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় জামায়াত-শিবিরের প্রোগ্রামে হামলার ঘটনা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নজরে এনেছি। এখনই এসব বন্ধ না করলে নির্বাচন শঙ্কায় পড়বে।