• ঢাকা সোমবার
    ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

মুক্তিযোদ্ধাদের সিএমএইচে চিকিৎসার সুপারিশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ১০:২০ পিএম

মুক্তিযোদ্ধাদের সিএমএইচে চিকিৎসার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালগুলোতে (সিএমএইচ) চিকিৎসার ব্যবস্থা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন এবং মো. মহিববুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।

এতে ১৬তম বৈঠকে নেয়া সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। বৈঠকে সম্মিলিত সামরিক হাসপাতালগুলোতে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় জনবল ও আধুনিক সরঞ্জাম বাড়ানোর সুপারিশ করা হয়।

কমিটিতে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপসমূহের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বৈঠকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) কার্যক্রম সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয় এবং এর সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেইউ/ডা
আর্কাইভ