• ঢাকা বুধবার
    ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
সেতুর সঙ্গে এ কেমন শত্রুতা

ভেঙে ফেলা হয়েছে শেখ কামাল সেতুর নামফলক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২, ০৮:৫২ পিএম

ভেঙে ফেলা হয়েছে শেখ কামাল সেতুর নামফলক

মাগুরা প্রতিনিধি

পারনান্দুয়ালী গ্রামবাসী দীর্ঘদিন নবগঙ্গা নদী পার হয়েছেন বাশের সাঁকো ও নৌকা দিয়ে। মাঝে মাঝে সাঁকো ভেঙে পড়ায় হয়েছে বিড়ম্বনায় শিকার। ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নদীর উপর নির্মাণ করা হয় সেতু। 

১৭৫ মিটার দৈর্ঘ্য ও ৭টা ৩০ মিটার প্রস্থ এ সেতুটির নাম দেয়া হয় শেখ কামাল সেতু। সেতুটি উদ্বোধনের ফলে মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী, নিজনান্দুয়ালীর বিভিন্ন গ্রামের সঙ্গে জেলা শহরের সরাসরি সংযোগ স্থাপন হয়েছে। যা এলাকার স্থানীয় জনসাধারণের আর্থ-সমাজিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে।

সোমবার বিকালে এ এলাকায় বিএনপির শোক র‌্যালি চলার সময় সেতুটির নামফলক ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের জন্য নির্মিত শেখ কামাল সেতুটির নাম ফলক ভেঙে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
 

এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ