• ঢাকা রবিবার
    ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কমলাপুর এলাকায় সড়ক অবরোধ, পোশাক শ্রমিকদের ৫ দফা দাবি

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২, ১১:১৪ পিএম

কমলাপুর এলাকায় সড়ক অবরোধ, পোশাক শ্রমিকদের ৫ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্টন থেকে আরামবাগ মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকেরা। কারখানার মালিকের কাছে জানিয়েছেন পাঁচ দফা দাবি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

শ্রমিকেরা পল্টন থেকে আরামবাগ সড়কে অবস্থান নেওয়ায় দুপাশে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ সকাল আটটা থেকে হাজারো শ্রমিক বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। ওলিও অ্যাপারেন্স লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা বলছেন, ‍‍`তাঁদের বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানাটিকে রাজধানীর উত্তরখানে স্থানান্তর করা হচ্ছে।‍‍`

কারখানার অপারেটর শিউলি বলেন, ‍‍`প্রতিদিনের মতো আজ সকালে কাজে এসে দেখেন কারখানায় তালা ঝুলছে। তাঁরা জানতে পারেন, এই কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। তাঁদের আগে কোনো নোটিশ দেয়া হয়নি।‍‍`

শ্রমিকরা জানান, এই পোশাক কারখানায় প্রায় ২ হাজার ৮০০ শ্রমিক কাজ করেন। এর মালিক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদি। নোটিশ ছাড়া কারখানা বন্ধ করে দেয়ায় তাঁরা এখন রাস্তায় এসে দাঁড়িয়েছেন। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি।

শ্রমিকেরা পাঁচ দফা দাবি হলো নোটিশ পে বাবদ শ্রমিকদের চারটি বেসিক প্রদান করতে হবে; সার্ভিস বেনিফিট বাবদ প্রতিবছরের জন্য একটি করে বেসিক প্রদান করতে হবে; বার্ষিক ছুটির টাকা প্রদান করতে হবে; মাতৃত্বকালীন ছুটির টাকা দিতে হবে; দুটি ঈদ বোনাস দিতে হবে।

 

এসএএস

আর্কাইভ