• ঢাকা শুক্রবার
    ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

প্রতারক মাইনুল রিমান্ডে, বিপুল অর্থ ও সম্পদের সন্ধান

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২, ১২:৩৫ এএম

প্রতারক মাইনুল রিমান্ডে, বিপুল অর্থ ও সম্পদের সন্ধান

নিজস্ব প্রতিবেদক

কোম্পানীর অর্থ ও সম্পদ আত্মসাতের ঘটনায় প্রতারনা মামলায় গ্রেফতার হয়েছে প্রতারক মাইনুল ইসলাম (৩০)। তাকে এক দিনের রিমান্ড  দিয়েছে আদালত। রিমান্ড চলাকালে মুল ঘটনা আড়াল করতে মাইনুল ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করছে। তবে ৫ বছরের ব্যবধানে তার কোটি টাকার ব্যবসা, জমি ক্রয় ও বিশাল অট্টালিকার পেছনে আত্মসাতের প্রমান মিলেছে। গ্রেফতারের পর আত্মসাতের আরও অভিযোগ আসছে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে। পেটেলকো লিমিটেডের এমডির মামলায় বৃহস্পতিবার রাতে ঢাকার বাসাবো থেকে মাইনুলকে গ্রেফতার করে তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার এসআই শফিকুল ইসলাম আকন্দ। মাইনুল ইসলাম ঝালকাঠি জেলার রাজাপুরের কৈবর্তখালী গ্রামের সোহরাব সিকদারের পুত্র।

শুক্রবার অধিকতর তদন্তের জন্য ঢাকা চীফ মেট্টপলিটন ম্যাজিষ্ট্রেট কোর্টের ১৫নং কোর্টে মাইনুল ইসলামকে হাজির করা হলে বিচারক তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার জানাযায়, মাইনুল ইসলাম পেটেলকো লিমিটেড নামে একটি ট্রান্সফর্মার উৎপাদন ও বিপননকারী কোম্পানীতে এজিএম পদে ২৫ হাজার বেতনে ২০১৭ সালের ১২ জুন চাকুরী নেন। বর্তমান বছরের জানুয়ারী থেকে অফিসের সাথে সে যোগাযোগ  বিচ্ছিন্ন করে দেয়। তার কর্মকান্ড সন্দেহজনক মনে হলে, অফিসের হিসাব বিভাগে তদন্ত করে দেখা যায় যে কারখানার মালামাল আত্মসাত বাবদ, বিক্রীর জিম্মাদারী দায় দেনা, অর্থের একক গ্রাহিতা হিসেবে মানি রিসিভ ও তার দায়িত্বে থাকা হিসেবে টাকার হিসেব গড়মিলসহ মোট ৮,৬২,৮১,৭৯০টাকা আত্মসাতের প্রমান মিলেছে।

এ অভিযোগে পেটেলকো লিমিটেডের এমডি মো. মাসুদ খান বাদি হয়ে ৭ নভেম্বর পেনাল কোড ১৮৬০ ধারায় মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। 

পেটেলকো লিমিটডের এমডি মো. মাসুদ খান বলেন, মাইনুল ইসলাম আমাদের কোম্পানীতে ২০১৭ সালের ১২ জুলাই ২৫ হাজার টাকা বেতনে যোগদান করে। জানুয়ারীতে  টাকা ও মালামাল আত্মাসাত করে সে আমাদের কোম্পানীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। আত্মাসাতের টাকা ও মালামাল দিয়ে নিজে এমডি হয়ে নারায়গঞ্জের ফতুল্লায় বেষ্ট পাওয়ার নামে একটি নিজেই একটি ট্রান্সফর্মার কোম্পানীর গড়ে তুলেছে। প্রতারনার অর্থ দিয়ে ঝালকাঠির রাজাপুরের ছোট কৈবর্তখালী গ্রামের নিজ বাড়িতে বিশাল অট্টালিকা গড়েছেন। গ্রামের বাড়িতে কয়েক একর জমি ক্রয় করে।

তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার এস আই শফিকুল ইসলাম আকন্দ বলেন, অভিযোগের ভিত্তিতে তাকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে ১ দিনের রিমান্ডে আনা হয়। মাইনুল তাদের বিভ্রান্তিমুলক তথ্য দিচ্ছে। হঠাৎ করেই তিনি এত টাকার মালিক হলেন কিভাবে তা খতিয়ে দেখা হচ্ছে। 

 

এসএই

আর্কাইভ