প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২, ১১:৫৭ এএম
দক্ষিণপূর্ব ও আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে লঘুচাপ, নিম্নচাপ বা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে । সূত্র বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, দক্ষিণপূর্ব ও আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়ে রূপ নিবে কিনা সেটি বলা যাচ্ছে না।
তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এসএই/কিউ/এএল