• ঢাকা সোমবার
    ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

করোনার নতুন উপধরনের উপস্থিতি মেলেনি: আইইডিসিআর

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ০৬:২৩ পিএম

করোনার নতুন উপধরনের উপস্থিতি মেলেনি: আইইডিসিআর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে এখনও করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন উপধরন বিএফ-৭-এর উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. তাহমিনা শিরিন।
আইইডিসিআর পরিচালক জানান, চীন থেকে আসা কোভিড পজিটিভ চারজনের জিনোম সিকোয়েন্সের ফলাফল চলতি সপ্তাহ কিংবা আগামী সপ্তাহের শুরুর দিন মিলতে পারে। সারা দেশ থেকে যারাই কোভিড পজিটিভ হোক, তাদের নমুনা জিনোম সিকোয়েন্স করার জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে পাঠাতে বলা হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানিয়েছেন, ওমিক্রনের নতুন উপধরন ঠেকাতে বেশি আক্রান্ত দেশ থেকে আসা ব্যক্তিদের নিজস্ব অর্থে কোয়ারেন্টিনে রাখা যায় কিনা, সে বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ বিষয়ে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও স্বাস্থ্য মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে, সেটি বাস্তবায়ন করবে অধিদফতর। পাশাপাশি সব হাসপাতালকে নির্দেশ দেয়া হয়েছে অক্সিজেনসহ প্রয়োজনীয় প্রস্তুতি রাখার। 

 

সজিব/এএল

আর্কাইভ