• ঢাকা বৃহস্পতিবার
    ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সাংবাদিকদের জন্য সহজ করা হলো তুরস্কের ভিসা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১১:৩৫ পিএম

সাংবাদিকদের জন্য সহজ করা হলো তুরস্কের ভিসা

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তুরস্কে ভূমিকম্পের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের ভিসা দেয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটি।
ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বুধবার (৮ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।


তিনি লিখেছেন, কেউ যদি সংবাদ সংগ্রহের জন্য তুরস্কে যেতে চান, তবে নিজ নিজ অফিসের সম্মতিপত্র, ছবি এবং পাসপোর্টসহ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।
সোমবার সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্ব অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। এখন পর্যন্ত তুরস্ক আর সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে বলে খবর দিচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

আরিয়ানএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ