• ঢাকা বৃহস্পতিবার
    ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে নিযুক্ত অন্য দেশের রাষ্ট্রদূতকে কোন বাড়তি নিরাপত্তা দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: মে ১৬, ২০২৩, ০২:৩০ এএম

বাংলাদেশে নিযুক্ত অন্য দেশের রাষ্ট্রদূতকে কোন বাড়তি নিরাপত্তা দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে নিযুক্ত অন্য দেশের রাষ্ট্রদূতদের বাড়তি কোনও নিরাপত্তা দেয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার (১৫ মে) রাতে তিনি সিটি নিউজ ঢাকাকে এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো দেশের রাষ্ট্রদূতকেই বাড়তি কোনো নিরাপত্তা দেয়া হবে না। কারও প্রয়োজন হলে সে বিষয়ে সরকারের কাছে আবেদন করতে পারবেন।’

এছাড়া রাষ্ট্রদূতদের গাড়িতে পতাকা ব্যবহারের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

এরআগে, ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এখন থেকে ঢাকায় বাড়তি প্রটোকল সুবিধা পাবেন না। রোববার সরকারি এক সিদ্ধান্তে এমনটাই বলা হয়েছে।

তিনি জানান, এখন থেকে আর কেউ এসকর্ট সুবিধা পাবেন না। সবাইকে এক লেভেলে আনা হয়েছে। 

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ