• ঢাকা শনিবার
    ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

রাজধানীতে ফ্লাইওভারের রড মাথায় ঢুকে শিশুর মৃত্যু

প্রকাশিত: মে ২৯, ২০২৩, ১০:৩০ পিএম

রাজধানীতে ফ্লাইওভারের রড মাথায় ঢুকে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মহাখালীতে উড়াল সড়কের (ফ্লাইওভার) রড মাথায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ১২ বছর।

সোমবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন সেখানে মারা যায় শিশুটি।

পথচারী আব্দুল কাদির ইমন জানান, সকালে মহাখালী ব্রিটিশ টোব্যাকোর সামনের রেললাইনে ভিড় দেখতে পান তিনি। তখন সামনে এগিয়ে গিয়ে দেখেন, শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার মাথায় রড ঢুকে রয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান তাকে। সেখানে থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান।


তিনি জানান, রডটি রেললাইনের ওপর দিয়ে যাওয়া উড়াল সড়কের পাশ থেকে পড়েছে। যেটি শিশুটির মাথা দিয়ে ঢুকে ঘাড় পর্যন্ত বেরিয়ে গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শিশুকে আহত অবস্থায় কয়েকজন পথচারী হাসপাতালে নিয়ে আসে। তবে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। তার নাম পরিচয় জানা যায়নি। ঘটনাটি বনানী থানা পুলিশ তদন্ত করছে।


এডিএস/

আর্কাইভ