 
              প্রকাশিত: জুন ২৯, ২০২৩, ১০:০৩ পিএম
-20230629100350.jpg) 
                 
                            
              রাজধানী ঢাকার উপকণ্ঠে ধামরাই পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বৃষ্টি উপেক্ষা করে ঈদুল আজহার জামায়াতে শরিক হন মুসল্লিরা। প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং কুশল বিনিময় করেন ধামরাই পৌর মেয়র গোলাম কবির মোল্লা।
টানা তিনদিন ধরে বিরামহীন বৃষ্টিতে মানুষজন অনেকটা গৃহবন্ধি হয়ে পড়েছেন। আজ ঈদের দিনেও বৃষ্টির কোনো ছুটি নেই। অন্যসব দিনের তুলনায় ভোররাত হতে বৃষ্টির তীব্রতা আরও বেশি বেড়ে যায়।
                      
মানুষজন ধরেই নিয়েছিলেন হয়তোবা ঈদুল আজহার নামাজ পড়তে ঈদগাহ ময়দানে যাওয়াই সম্ভব হবে না। অপরদিকে এ বৃষ্টির প্রতি চ্যালেঞ্জ রেখে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, ধামরাই পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির মোল্লা বৃষ্টি প্রতিরোধে পুরো ঈদগাহ মাঠ সামিয়ানায় ঢেকে দেওয়ার ব্যবস্থা করেন। বিষয়টি সবার নজর কাড়ে।
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      