• ঢাকা সোমবার
    ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

৬২ হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিল এপিবিএন

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০৩:০৯ এএম

৬২ হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিল এপিবিএন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত অক্টোবর মাসে ৬২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে এপিবিএন-১। পাশপাশি প্রতারণার ২০ হাজার টাকা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশের এই বিশেষায়িত ইউনিট।

এপিবিএন-১ এর অধিনায়ক মোশাররফ হোসেন মিয়াজী বুধবার যুগান্তরকে জানান, বিভিন্ন থানায় করা জিডির ভিত্তিতে তদন্ত চালিয়ে এসব মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এপিবিএনের সাইবার টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন উদ্ধার করে।

পরে চুরি হওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

 

আর্কাইভ