 
              প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ১২:৪৯ পিএম
 
                 
                            
              জানুয়ারি থেকেই ভাতা ৩৫ হাজার টাকা করার দাবিতে আজ সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে চান পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।
এজন্য আজ সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জড়ো হন চিকিৎসকরা।
সকাল সোয়া ১১টার দিকে দেখা যায় প্রায় দুইশ ট্রেইনি চিকিৎসক সেখানে জড়ো হয়েছেন।
ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের ভাইস প্রেসিডেন্ট সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ট্রেইনি চিকিৎসক মো. ইমরান বলেন, `জুলাই থেকে ভাতা ৩৫ হাজার টাকা করা হচ্ছে, আমরা চাইছি কোনো তহবিল থেকে যদি সেটি জানুয়ারি থেকেই করা সম্ভব হয় তবে সেটি যেন করা হয়। আরেকটি দাবি হচ্ছে জুলাইয়ের ভাতা বাড়ানোর বিষয়টি যেন প্রজ্ঞাপন আকারে জারি করা হয়।`
`এজন্য আজ আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাইছি,` বলেন তিনি।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      