 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০২:০৬ পিএম
 
                 
                            
              জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আবেদনের শুনানি হবে আগামী রোববার (২ মার্চ)।
আজ রোববার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আবেদনের সঙ্গে যুক্ত করে শুনানির জন্য আজ সময় চান দুদকের জ্যেষ্ঠ আইনজীবী আসিফ হাসান। পরে আগামী রোববার শুনানির দিন নির্ধারণ করা হয়।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালে খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন বিচারিক আদালত। রায়ের বিরুদ্ধে একই বছরের ১৮ নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      