• ঢাকা শুক্রবার
    ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

অনুদান নয়, সুইডেনকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১০:৫৯ পিএম

অনুদান নয়, সুইডেনকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুইডেনকে উন্নয়ন সহায়তা হিসেবে অনুদান দেয়ার পরিবর্তে বাংলাদেশের সামাজিক ব্যবসায় বিনিয়োগের কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (SIDA)-এর মহাপরিচালক জ্যাকব গ্রানিটের সঙ্গে সাক্ষাতকালে এ আহ্বান জানান তিনি।

সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, অনুদানের বদলে আমি সামাজিক ব্যবসায় বিনিয়োগ করার আহ্বান জানাতে চাই। এসময় স্বাস্থ্যসেবাকে সামাজিক ব্যবসায় বিনিয়োগের সম্ভাব্য খাত হিসেবেও উল্লেখ করেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, শক্তি সংকট মোকাবেলায় বাংলাদেশের সুইডেনের সহায়তা দরকার। বিশেষ করে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির ক্ষেত্রে। কারণ, সেখানে বিপুল পরিমাণ অব্যবহৃত সম্পদ রয়েছে যা রফতানির জন্য প্রস্তুত। এসময় বাংলাদেশ জ্বালানি সংকটে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জ্যাকব গ্রানিট বলেন, পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতি ও বাংলাদেশের জন্য এই গুরুত্বপূর্ণ সময়ে তাদেরকে কীভাবে সহায়তা করা যায় তা নিয়ে পরিকল্পনা চলছে।

অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে খুব বেশি সময় না থাকলেও এরমধ্যেই একটি শক্ত ভিত্তি গড়ে তোলার চেষ্টার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বলেন, পূর্ববর্তী শাসনামলে বাংলাদেশে সবকিছু ভেঙে পড়েছিল, আর অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো ‘টুকরো টুকরো করে’ পুনর্গঠনের চেষ্টা করছে। এসময় রাষ্ট্রদূত উইকস রোহিঙ্গা সংকট সমাধানের জরুরি প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং সুইডেনের অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি দেন।

আর্কাইভ