 
              প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০২:১৫ পিএম
 
                 
                            
              মধ্যপ্রাচ্যে ফ্লাইট নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ২১ এপ্রিল থেকে সরাসরি ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু করতে যাচ্ছে। সপ্তাহে পাঁচ দিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে এ রুটে ফ্লাইট পরিচালিত হবে।
বুধবার (৫ মার্চ) থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সকল বিক্রয় কেন্দ্রে ঢাকা-রিয়াদ রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট প্রতি সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও রোববার দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে গিয়ে রিয়াদের স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে অবতরণ করবে। পুনরায় রিয়াদ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে এসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরদিন ভোর ৪টায় পৌঁছাবে।
ঢাকা থেকে রিয়াদে ওয়ানওয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ৬৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৮১ হাজার ৯৯৮ টাকা। রিয়াদ থেকে ঢাকায় ওয়ানওয়ে ন্যূনতম ভাড়া ৮৪৬ সৌদি রিয়াল এবং রিটার্ন ভাড়া ১ হাজার ৪৫৮ সৌদি রিয়াল।
দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিরা সরাসরি রিয়াদে ফ্লাইট পরিচালনার দাবি জানিয়ে আসছিলেন। সেই চাহিদার কথা মাথায় রেখে ইউএস-বাংলা এয়ারলাইন্স এই ফ্লাইট চালু করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রেমিট্যান্স যোদ্ধারা যেন বাংলাদেশে পৌঁছে দ্রুত অভ্যন্তরীণ গন্তব্যে যেতে পারেন, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে বর্তমানে দুটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৪টি উড়োজাহাজ রয়েছে। অভ্যন্তরীণ সব রুটের পাশাপাশি আন্তর্জাতিকভাবে এয়ারলাইন্সটি জেদ্দা, দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।
টিকিট বুকিং তথ্য
ঢাকা-রিয়াদ রুটের টিকিট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট (www.usbair.com) থেকেও বিস্তারিত জানা যাবে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      