• ঢাকা শুক্রবার
    ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাকাসহ যেসব জেলায় বজ্রঝড়ের আভাস

প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৪:১২ পিএম

ঢাকাসহ যেসব জেলায় বজ্রঝড়ের আভাস

সিটি নিউজ ডেস্ক

দেশের কয়েকটি এলাকার ওপর দিয়ে অধিক বেগে দমকা হাওয়া, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রপাতসহ বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এ সতর্কবার্তা জানানো হয়।

সতর্কবার্তায় জানানো হয়, শুক্রবার দুপুর ১টা থেকে বিকাল ৫টার মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, বগুড়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও জামালপুর জেলায় এমন আবহাওয়া বিরাজ করতে পারে।

সেখানে আরও জানানো হয়, ওই সময়ে কিছু কিছু স্থানে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক বেগে দমকা হাওয়া, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রপাতসহ বৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

সতর্কবার্তায় বজ্রপাতের সময় ঘরের বাইরে না যেতে বলা হয়েছে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ