• ঢাকা শনিবার
    ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ইউরোপীয় পণ্য ও আইফোনে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৮:৫২ পিএম

ইউরোপীয় পণ্য ও আইফোনে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

"তাদের সঙ্গে আমাদের আলোচনা কোনো দিশা পাচ্ছে না!" তিনি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই কথা বলেন।

এই ঘোষণাটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের তীব্রতা বাড়ার ইঙ্গিত দেয়।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের থেকে যুক্তরাষ্ট্রে আসা সব রপ্তানি পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় ইইউ বাণিজ্য।

ট্রাম্প হুমকি দিয়ে আরও বলেন, যেসব আইফোন আমেরিকায় তৈরি হয় না, সেগুলোর ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক বসানো হবে।

"আমি অনেক আগেই অ্যাপলের টিম কুককে জানিয়েছি, আমি আশা করি আমেরিকায় বিক্রি হওয়া আইফোনগুলো আমেরিকাতেই তৈরি এবং নির্মিত হবে, ভারত বা অন্য কোথাও নয়," বলেছেন ট্রাম্প।

"যদি তা না হয়, তাহলে যুক্তরাষ্ট্রকে অ্যাপলের কমপক্ষে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে," তিনি যোগ করেন।

হোয়াইট হাউসে ফেরার পর থেকে, ট্রাম্প বিভিন্ন দেশের ওপর দফায় দফায় শুল্ক আরোপ করে যাচ্ছেন এবং হুমকি দিয়ে যাচ্ছেন। ।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ