• ঢাকা মঙ্গলবার
    ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা মঙ্গলবার

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ১০:৪০ পিএম

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা মঙ্গলবার

সিটি নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও ১৮টি হল সংসদ নির্বাচনের তফসিল মঙ্গলবার ঘোষণা করা হবে।

সোমবার ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন থেকে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তফসিল ঘোষণার পর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী।

গত ২০শে জুলাই ছাত্র সংগঠন ও অন্যান্য অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে ২৯শে জুলাই তফসিল ঘোষণার কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। সেই অনুযায়ী নির্ধারিত তারিখেই ডাকসুর তফসিল ঘোষণা হতে যাচ্ছে।

এর আগে, গত ১০ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল রুমে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানায় নির্বাচন কমিশন।

এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা ভোটার বা প্রার্থী হতে পারবে না, ভোটার তালিকায় ছবি ও কিউআর কোড থাকবে, গুজব রোধে কমিটি গঠন করা হবে, তফসিল ঘোষণার ৪৫ দিনের মধ্যে নির্বাচন আয়োজন এবং ভোটদান সংক্রান্ত টিউটোরিয়াল ভিডিও প্রকাশ ইত্যাদি।

এ বছর হল থেকে ভোট কেন্দ্রগুলো ছয়টি নিরপেক্ষ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। ফলে প্রথমবারের মতো হলের বাইরে ভোটকেন্দ্র থাকবে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ