• ঢাকা বুধবার
    ৩০ জুলাই, ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

এনবিআরের সাবেক সচিব নজিবুর রহমানের ব্যাংক অ্যাকাউন্ট, ফ্ল্যাট জব্দের নির্দেশ

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০৪:২৫ পিএম

এনবিআরের সাবেক সচিব নজিবুর রহমানের ব্যাংক অ্যাকাউন্ট, ফ্ল্যাট জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমানের নামে তিন কোটি ৬৫ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। এছাড়া সাতটি ব্যাংক অ্যাকাউন্ট ও পাঁচটি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

মি. রহমানের ৩২৭৬ বর্গফুটের এ ফ্ল্যাটটি রমনায় অবস্থিত।

আজ মঙ্গলবার ঢাকার একটি বিচারিক আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।

ওই আবেদনে বলা হয়েছে, মি. রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

অনুসন্ধানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায়, অভিযোগ সংশ্লিষ্ট মো. মজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে স্থাবর/অস্থাবর সম্পদদের তথ্য পাওয়া যায়। রেকর্ডপত্র পর্যালোচনায় সম্পদ অর্জনের বিষয়ে তাদের কোনো বৈধ উৎসের তথ্য পাওয়া যায়নি বলে আদালতে জানানো হয়েছে।

পরে শুনানি শেষে ফ্ল্যাট জব্দ ও ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত।

গত বছরের সাতই অক্টোবর তাকে রমনা থেকে গ্রেফতার করা হয়।

আর্কাইভ