• ঢাকা বৃহস্পতিবার
    ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৪:৫৫ পিএম

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

সিটি নিউজ ডেস্ক

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ২৭৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা করা হয়েছে। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন এই দাম নির্ধারণ করেছে, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এছাড়া ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মাসে (আগস্ট) ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে এক হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দামও ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

আর্কাইভ