• ঢাকা মঙ্গলবার
    ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

মিরপুরে আগুনে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৬:৪৯ পিএম

মিরপুরে আগুনে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিটি নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুরে কারখানা ও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, এই দুর্ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমরা এই শোকের সময়ে তাদের পরিবারের পাশে রয়েছি। অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দেন ড. মুহাম্মদ ইউনূস।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে মিরপুরের শিয়ালবাড়ীতে কারখানা ও একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দগ্ধ হয়েছেন আরও অনেকেই।

দুই কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ