• ঢাকা বুধবার
    ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

এখনও পুরোপুরি নেভেনি মিরপুরের আগুন, বাতাসে বিষাক্ত কেমিক্যালের গন্ধ

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৩:২৬ পিএম

এখনও পুরোপুরি নেভেনি মিরপুরের আগুন, বাতাসে বিষাক্ত কেমিক্যালের গন্ধ

সিটি নিউজ ডেস্ক

২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও সম্পূর্ণভাবে নেভানো যায়নি রাজধানীর মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন। ক্ষতিগ্রস্ত ভবন থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে। বাতাসে ভাসছে বিষাক্ত কেমিক্যালের গন্ধ।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন কর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, কেমিক্যালের বিষয়টি বিপদজনক; তাই আগুন নেভাতে সময় লাগছে। এখনই কারখানার ভেতরে ঢোকা নিরাপদ নয়। আর কোনো মরদেহ আছে কিনা— তা নিশ্চিত হওয়া যাবে আগুন পুরোপুরি নেভানোর পর।

এসময় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, মিরপুরে কারখানা ও কেমিক্যাল গুদামে বেআইনিভাবে কেমিক্যাল রাখা হয়েছিল। তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে। জনবহুল এলাকা থেকে অবৈধ কারখানা সরাতে পদক্ষেপ নেয়ার আশ্বাসও দেন উপদেষ্টা শারমিন।

আর্কাইভ