• ঢাকা বৃহস্পতিবার
    ১৬ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

মিরপুরে গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের সাত সদস্যের কমিটি গঠন

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৬:৩২ পিএম

মিরপুরে গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের সাত সদস্যের কমিটি গঠন

সিটি নিউজ ডেস্ক

ঢাকার মিরপুরে গার্মেন্টস ও রাসায়নিক গুদামে আগুন লাগার ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার বাহিনীটির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যদের মধ্যে বুয়েটের রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. ইয়াসির আরাফাত খানও রয়েছেন।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণসহ বিভিন্ন বিষয় তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে, গত বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব লস্কার তাজুল ইসলামকে আহ্বায়ক করে সাত সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

গত মঙ্গলবারের ওই আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার পর থেকে কারখানা ও গোডাউনের মালিকরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আর্কাইভ