• ঢাকা বুধবার
    ১০ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

অর্থবহ ভোটে সহায়তার আশ্বাস রাষ্ট্রপতির

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৩:৩৩ পিএম

অর্থবহ ভোটে সহায়তার আশ্বাস রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অর্থবহ করতে ‘প্রয়োজনীয়’ সাহায্য–সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। এর আগে ফুল কমিশন ভোটের অগ্রগতি তুলে ধরতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি বলেন, আপনারা জানেন যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, চারজন কমিশনার এবং আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম নির্বাচন–পূর্ব প্রস্তুতি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য। রাষ্ট্রপতিকে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে বিষয়গুলো আপডেট করেছেন, তার মধ্যে একটি হচ্ছে ভোটার তালিকা। এ বিষয়ে তিনি বলেছেন যে গত জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকার ক্রমসংযোজন এবং বর্তমান অবস্থা, রাজনৈতিক দল নিবন্ধন এবং তার সর্বশেষ অগ্রগতি।

জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-এই দুটি বিষয় আমরা কীভাবে করব, ব্যালট পেপারগুলো কীভাবে তৈরি হচ্ছে, ব্যালট পেপারের রং কী হবে, ব্যালট পেপার কীভাবে একজন ভোটারকে দেওয়া হবে, আমাদের মক ভোটিং অনুযায়ী একজন ভোটার কত সময় নিয়েছেন এবং গণনার পদ্ধতি-এসব বিষয়ে তিনি বিস্তারিত জানতে চেয়েছেন। আমাদের পক্ষ থেকে বিস্তারিত জানানোর পর তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, আমরা যে ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়েছি-সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে সাতটা পর্যন্ত-এটিকেও তিনি যৌক্তিক বলেছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে যে বিষয়টি জেনেছেন, তা হলো ‘আউট অব কান্ট্রি ভোটিং’ এবং ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’। এ বিষয়ে তার কৌতূহল এবং পদ্ধতিগত ও প্রযুক্তিগত দিকগুলো শুনে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। এবং তিনি সার্বিকভাবে আমাদের বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটি ভালো, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য–সহযোগিতা ও সহানুভূতি দেওয়ার সুযোগ আছে, তিনি তার থেকে বেশি দেবেন, কম দেবেন না।

ইসি সচিব বলেন, আজ বিকেল চারটায় প্রধান নির্বাচন কমিশনার স্যারের ভাষণ রেকর্ড করা হবে। এখন সম্ভবত স্যার নির্বাচন কমিশনারদের সঙ্গে বসে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে তফসিল কখন ঘোষণা করবেন-সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যখনই আমি সিদ্ধান্তটা জানতে পারব, আবার আপনাদের সামনে এসে জানাব।

আপাতত এইটুকুই, একটু অপেক্ষা করেন। হয়তো আমি ঘণ্টাখানেক পরে বা দুই ঘণ্টা পরে আপনাদের আরও একটি আপডেট দিতে পারব।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ