• ঢাকা মঙ্গলবার
    ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

জিয়াউর রহমানের কবরের পাশে হতে পারে খালেদা জিয়ার দাফন

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:১৮ এএম

জিয়াউর রহমানের কবরের পাশে হতে পারে খালেদা জিয়ার দাফন

সিটি নিউজ ডেস্ক

দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই দাফনের পরিকল্পনা করছে বিএনপি। দলের একাধিক স্থায়ী কমিটির সদস্য এ তথ্য জানিয়েছেন।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। দলের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করার পরপরই বিএনপির নেতাকর্মীরা হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন।

দলীয় সূত্র জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তাকে দাফন করা হতে পারে। সেখানেই রয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর।

দলীয় নেতারা জানিয়েছেন, খালেদা জিয়ার দাফন ও জানাজা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পরিবারের সম্মতি ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা বিবেচনা করে নেওয়া হবে। তার মৃত্যুতে বিএনপি ও দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের আবহ বিরাজ করছে।

আর্কাইভ