প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:৩৯ এএম
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শোক বার্তা প্রকাশ করেন তিনি।
মিসেস জিয়ার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
খালেদা জিয়া `প্রতিশ্রুতিশীল বন্ধু ছিলেন` উল্লেখ করে শাহবাজ শরিফ বলেছেন, শোকের এই মুহূর্তে পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।