প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৩:০২ পিএম
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে তারা সড়কে অবস্থান নেওয়ায় পুরো শহরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে তিতুমীর কলেজ ও বাংলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন।
দুপুর দুইটার পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলমান ছিল।
অপরদিকে, সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।
সড়ক অবরোধের কারণে কল্যাণপুর থেকে পায়ে হেঁটে টেকনিক্যাল মোড় পার হচ্ছিলেন ক্যান্সারের রোগী মো. আসাদ। তিনি বলেন, আমাকে কেমো দেওয়া হয়েছে।
রাস্তা বন্ধ থাকায় হেঁটে যেতে হচ্ছে আমিনবাজার। কয়েকদিন পর পর নানা দাবিতে রাস্তা বন্ধ থাকে। কষ্টটা শুধু সাধারণ মানুষেরই হয়।
আরেক রোগী আমেনা বেগমের সম্প্রতি টিউমারের অপারেশন হয়েছে।
রাস্তা বন্ধ থাকায় তাকেও পায়ে হেঁটে যেতে দেখা যায়। তার ছেলে মো. আসলাম বলেন, আমার মায়ের অপারেশন হয়েছে। রাস্তা বন্ধ থাকায় মোহাম্মদপুর যাওয়ার চেষ্টা করছি। দেশটা কি শুধু ছাত্রদের জন্য?
বাসযাত্রী মো. আকরাম সাভার যাওয়ার উদ্দেশে বের হয়েছিলেন। তিনি বলেন, রাস্তা বন্ধ করে কি দাবি আদায় করা যায়? মানুষকে কষ্ট দিয়ে কি আন্দোলন সফল হয়? ছাত্রদের কারণে বারবার আমাদের ভোগান্তিতে পড়তে হয়।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে গিয়ে দাবি জানানো যায় না?
এর আগে, গত বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একই দাবিতে গাবতলীর টেকনিক্যাল মোড় অবরোধ করেন বাংলা কলেজের শিক্ষার্থীরা। সে সময়ও আশপাশের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।
মানিকগঞ্জ থেকে এসেছেন মনির হোসেন। তিনি সায়েদাবাদ যাবেন। কিন্তু রাস্তা অবরোধ করায় সায়েন্স ল্যাব মোড়ে আটকে পড়েন। তিনি বলেন, আর কত দাবি আদায় করবে। যার যেখানে খুশি আটকাচ্ছে। জীবন অতিষ্ঠ হয়ে গেল।
বুধবারও সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় এবং পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ কর্মসূচি পালন করেছেন এসব কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে অল্প সময়ের জন্য মহাখালীতেও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
আজকের অবরোধে অংশ নেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’, ‘আমি কে তুমি কে, ডিসিইউ ডিসিইউ’ ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন।