• ঢাকা শুক্রবার
    ১৬ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ ১৪৩২

উত্তরায় ভবনে আগুন, দম্পতি ও শিশু সন্তানসহ নিহত ৬

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০২:২৭ পিএম

উত্তরায় ভবনে আগুন, দম্পতি ও শিশু সন্তানসহ নিহত ৬

সিটি নিউজ ডেস্ক

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। 
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-ফজলে রাব্বি রিজভী (৩৮) আফরোজা আক্তার, মো. রিশান (আড়াই বছর) রোদেলা আক্তার (১৪), মো. হারিছ (৫২) এবং মো. রাহাব (১৭)।

নিহত ফজলে রাব্বি কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড়ের বাসিন্দা এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত ছিলেন।

তার স্ত্রী আফরোজা আক্তার স্কয়ার ফার্মাসিউটিক্যালসে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। দুই সন্তান অফিস বন্ধ থাকায় শুক্রবার সকালে মায়ের বাসায় ছিলেন।

আফরোজার বোন আফরিন জাহান জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসার পর আফরোজাকে মৃত ঘোষণা করা হয়। কুয়েত মৈত্রী হাসপাতালে বাকিদের লাশ নেওয়া হয়েছে।

ডাক্তারদের ধারণা, সবাই ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন, দগ্ধ হয়নি।

এর আগে শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি বাসায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ