• ঢাকা শুক্রবার
    ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ভার্চুয়ালি হাইকোর্টের সব বেঞ্চ খুলছে ১১ আগস্ট

প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ০৯:৪৮ পিএম

ভার্চুয়ালি হাইকোর্টের সব বেঞ্চ খুলছে ১১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের সংক্রমণ মৃত্যুর ঊর্ধ্বগতির মধ্যেই শিথিল করা হচ্ছে লকডাউন। দেশের অর্থনীতির চাকা সচল রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১১ আগস্ট থেকে অফিস-আদালত, শপিংমল-দোকানপাট, গণপরিবহনসহ প্রায় সবই খুলে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারের কঠোর বিধিনিষেধ না থাকায় ১১ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চের বিচারকার্যক্রম ভার্চুয়ালি খুলে দেয়া হবে।

রোববার ( আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে জারি করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট (বুধবার) হতেআদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০এবং সংক্রান্ত জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

প্রসঙ্গত, এর আগে করোনার কারণে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে পরিচালিত হয়ে আসছিল সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম।

জেডআই/এম. জামান

আর্কাইভ