• ঢাকা শুক্রবার
    ২৬ ডিসেম্বর, ২০২৫, ১২ পৌষ ১৪৩২

জি এম কাদেরের জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১০:২২ পিএম

জি এম কাদেরের জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ঢাকার গুলশানের একটি হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

এ সময় তিনি বলেছেন, জাতীয় পার্টি সবসময়ই দেশের জনগণের রায়ের ওপর শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আমরা অতীতেও মেনে নিয়েছি। জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী দল।

তবে ভোটের মাঠে সব দলের ‘সমান সুযোগ নিশ্চিত না হলে’ নির্বাচন থেকে দলটি সরে আসতে পারে বলে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন।

জাপা মহাসচিব বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার পূর্বশর্ত হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা। এটা করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। কিন্তু আমরা আশঙ্কাজনকভাবে দেখতে পাচ্ছি, সরকার যথাযথভাবে এই কাজ করতে ব্যর্থ হচ্ছে।

অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণে সমান সুযোগ দেবেন বলে তিনি আশা করছেন।

প্রার্থী মনোনয়নের বিষয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, যাচাইবাছাই শেষে আজ আমরা আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি।

আর্কাইভ